اقْرَأْ بِاسْمِ رَبِّكَ الَّذِي خَلَقَ
পড়ুন আপনার প্রভুর নামে, যিনি সৃষ্টি করেছেন
Daaul Quran আপনাদের জন্য ফ্রি মূল্যায়ন ক্লাস এর ব্যবস্থা রেখেছে নিচের ফর্মটি পূরণ করে আপনি আমাদের মূল্যায়ন ক্লাসে অংশগ্রহণ করতে পারেন ইনশাআল্লাহ
বিঃদ্র : ফর্মের প্রথম স্টেপটা অর্থাৎ আপনার নাম এবং মোবাইল নাম্বার দিলে সে তথ্য আমাদের কাছে চলে আসবে ইনশাআল্লাহ এছাড়াও পরবর্তী স্টেপে আপনার ইমেইল, ট্রায়াল ক্লসের ডেট এবং টাইম দিতে পারেন তবে সব ক্ষেত্রেই আমরা আগে আপনার সাথে সরাসরি যোগাযোগ করবো, কথা বলবো ,বিস্তারিত জানাবো তারপরে ট্রায়াল ক্লাস অ্যারেঞ্জ হবে ইনশাআল্লাহ
৫ বছরের ওপরের বাচ্চা থেকে শুরু করে যেকোন বয়সের নারী পুরুষের জন্য
[ ট্রেড লাইসেন্স নাম্বার: ১৩,১২(১)-৩৪৬/২৫-২৬]
বাংলাদেশ খুবই নগন্য পরিমাণে অনলাইন প্রতিষ্ঠান আছে যারা লাইসেন্স ভুক্ত এবং নিয়মিত সরকারকে ট্যাক্স প্রদান করে, যার মধ্যে দারুল কুরআন অন্যতম এবং তারই সাথে একটা Ed-tech প্ল্যাটফর্ম হতে যে সকল কোয়ালিটি বজায় রাখা প্রয়োজন সেগুলোর সবকিছুই অত্যন্ত গুরুত্ব এবং দায়িত্ব সহকারে পালন করে আসছি আমরা আলহামদুলিল্লাহ,
দারুল কুরআন বিশ্বব্যাপি বাংলাদেশি ভাই-বোনদের তাদের সুবিধামত সময়ে, সপ্তাহের যেকোন দিন, অভিজ্ঞ শিক্ষক/শিক্ষিকা দ্বারা লাইভ ক্লাসের মাধ্যমে সহিহ কোরআন শিক্ষা/হিফযুল কোরআন/আরবি ভাষা শিক্ষা সেবা প্রদান করে আসছে। আমাদের বিশেষায়িত শিক্ষক আছেন যারা ভার্চুয়াল ক্লাস নেওয়ায় বিশেষ প্রশিক্ষিত। দারুল কুরআন থেকে কুরআন শিখে আপনি বিশুদ্ধভাবে সকল নিয়ম অনুসরণ করে কুরআন পড়তে পারবেন ইনশাআল্লাহ।
আমাদের প্রতিষ্ঠানে শিশু, কিশোর ও প্রাপ্তবয়স্কদের জন্যে আলাদা আলাদা শিক্ষক রয়েছে, যাতে আপনার শেখাটা উপভোগ্য হয়। এখানে নারী-পুরুষদের জন্যে সম্পূর্ণ পৃথক ব্যবস্থাপনা। নারীদের জন্যে নারী শিক্ষিকা এবং পুরুষদের জন্যে পুরুষ শিক্ষক। আমাদের সকল শিক্ষক হাফেজ, ক্বারি, মাওলানা। সেই সাথে উচ্চতর ইসলামিক বিষয়ে অধ্যয়নরত।
আমাদের অধিকাংশ শিক্ষক মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ের ছাত্র/ছাত্রী, আর এই কারণে আমরা ২৪ঘন্টাই যেকোন সময় ক্লাস করাতে পারি আলহামদুলিল্লাহ।
আমাদের সমৃদ্ধ শিক্ষক প্যানেল থেকে আপনি বা আপনার সন্তানের জন্যে বেস্ট শিক্ষক সিলেক্ট করতে পারবেন। সেইসাথে পরবর্তীতে যেকোন সমস্যায় শিক্ষক পরিবর্তন করার বিকল্প অপশনও রয়েছে। আমরা স্বতঃস্ফূর্তভাবে শ্রেষ্ঠ শিক্ষক প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের শিক্ষক প্যানেলে বিভিন্ন ভাষায় দক্ষ শিক্ষক রয়েছে, যারা ইংরেজি, আরবি, বাংলা, হিন্দি ভাষায় পাঠদানে সক্ষম।
একজন মুসলিম হিসেবে আল কোরআন পড়তে জানা এবং আমল করা আমাদের ওপর ফরয, আর আরবি ভাষা এমন এক ভাষা যেখানে সামান্য টান, গুন্নাহ ছুটে গেলেই অর্থ পরিবর্তন হয়ে যায়, তাই লাইভ ক্লাসের মাধ্যমে অভিজ্ঞ হুজুরের কাছে সহিহ সুদ্ধভাবে কোরআন শেখার বিকল্প নেই।
কুরআন আপনার জান্নাতে যাওয়ার পথকে সুগম করবে। আল্লাহ আপনার সহায় হোন।। জাযাকুমুল্লাহু খাইরান।
আল-আজহার ও মদীনা বিশ্ববিদ্যালয় থেকে সনদপ্রাপ্ত উস্তাদগণ
হিফজ বিভাগ প্রধান
• আল-আজহার গ্র্যাজুয়েট
• ১৫+ বছরের অভিজ্ঞতা
• ইজাজাহ প্রাপ্ত
মহিলা বিভাগ প্রধান
• মদীনা ইউনিভার্সিটি
• তাজবীদ বিশেষজ্ঞ
• ১০+ বছরের অভিজ্ঞতা
কিরাত বিশেষজ্ঞ
• দশ কিরাতে পারদর্শী
• আন্তর্জাতিক কারী
• ২০+ বছরের অভিজ্ঞতা
তাফসীর বিভাগ
• দারুল উলূম দেওবন্দ
• তাফসীর বিশেষজ্ঞ
• আরবি ভাষাবিদ
The Pillars of Islam - Ethical And Moral Beliefs That Guide To The Straight Path
বিশ্বাসের সাক্ষ্য
পাঁচ ওয়াক্ত নামাজ
দান ও শুদ্ধতা
রমজানের রোজা
পবিত্র তীর্থযাত্রা
لَا إِلَٰهَ إِلَّا ٱللَّٰهُ مُحَمَّدٌ رَسُولُ ٱللَّٰهِ
শাহাদা - ঈমানের সাক্ষ্য
"আল্লাহ ছাড়া কোন উপাস্য নেই এবং মুহাম্মদ (সাঃ) আল্লাহর রাসূল" - এই সাক্ষ্য দেওয়া ইসলামের প্রথম স্তম্ভ
إِنَّ الصَّلَاةَ كَانَتْ عَلَى الْمُؤْمِنِينَ كِتَابًا مَّوْقُوتًا
সালাত - দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ
"নিশ্চয়ই সালাত মুমিনদের উপর নির্দিষ্ট সময়ে ফরজ" (সূরা নিসা: ১০৩)
وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ
যাকাত - সম্পদের পবিত্রতা
"সালাত কায়েম কর এবং যাকাত প্রদান কর" - সম্পদের ২.৫% দান করা ফরজ
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ
সাওম - রমজানের রোজা
"হে ঈমানদারগণ! তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে" (সূরা বাকারা: ১৮৩)
وَلِلَّهِ عَلَى النَّاسِ حِجُّ الْبَيْتِ مَنِ اسْتَطَاعَ إِلَيْهِ سَبِيلًا
হজ্জ - পবিত্র তীর্থযাত্রা
"সামর্থ্যবান ব্যক্তির উপর আল্লাহর জন্য বায়তুল্লাহর হজ্জ করা ফরজ" (সূরা আল-ইমরান: ৯৭)
প্রতিটি স্তম্ভ একজন মুসলিমের জীবনের অবিচ্ছেদ্য অংশ
এই পাঁচটি স্তম্ভ ইসলামের মূল ভিত্তি
প্রতিটি স্তম্ভ আল্লাহর নৈকট্য লাভের পথ
সহজ ৪টি ধাপে শুরু করুন আপনার কুরআন শিক্ষার যাত্রা
যেকোনো স্থান থেকে শিখুন
মিস করলে পরে দেখুন
বিনামূল্যে স্টাডি ম্যাটেরিয়াল
আমাদের বহুভাষিক শিক্ষকমণ্ডলী বিভিন্ন ভাষায় পাঠদানে পারদর্শী
মাতৃভাষায় শিখুন
Learn in English
لغة القرآن
हिंदी में सीखें
اردو میں سیکھیں
নেটিভ স্পিকার শিক্ষক
বহুভাষিক স্টাডি ম্যাটেরিয়াল
ভাষা অনুযায়ী কাস্টমাইজড কোর্স
আমাদের সন্তুষ্ট শিক্ষার্থীদের অভিজ্ঞতা
"আলহামদুলিল্লাহ, Daarul Quran এর মাধ্যমে আমি সঠিক তাজবীদসহ কুরআন পড়তে শিখেছি। শিক্ষকদের আন্তরিকতা ও পড়ানোর পদ্ধতি অসাধারণ।"
হিফজ কোর্স - ৬ মাস
"ঘরে বসে এত সুন্দরভাবে কুরআন শেখার সুযোগ পেয়ে আমি খুবই খুশি। মহিলা উস্তাজা খুবই যত্নসহকারে পড়ান।"
তাজবীদ কোর্স - ৩ মাস
"আমার ছেলে এখানে নূরানী পদ্ধতিতে কুরআন শিখছে। অনলাইনে এত মনোযোগ দিয়ে পড়ানো হয় দেখে আমি মুগ্ধ।"
নূরানী কোর্স - চলমান
ইসলামি শিক্ষা, দাওয়াহ ও মানবসেবায় আমাদের বিশেষ কার্যক্রম
আলহামদুলিল্লাহ আমরা শিশু থেকে প্রাপ্ত বয়স্ক সবার জন্যে কুরআন শিক্ষার আয়োজন করেছি। এ মহৎ কাজে আপনিও অংশগ্রহন করতে পারেন।
আমরা ইসলামের মৌলিক আকিদাগুলো শিক্ষাদান করে থাকি। যাতে একজন মুসলিম ইসলাম সম্পর্কে আরো বিস্তৃতভাবে জানতে সক্ষম হয়।
আমাদের স্বল্প সামর্থে ইসলামিক সৌন্দর্য ছড়িয়ে দিতে চাই। মুসলিম কমিউনিটিতে দাওয়া ও সচেতনতা তৈরি করছি।
দরিদ্র বিমোচন, অতিদরিদ্র মেয়েদের বিবাহ, ইয়াতিমের ভরন পোষন ও গৃহহীন জনগোষ্ঠীর ঘর নির্মাণের প্রদক্ষেপ নিচ্ছি।
আমাদের সাথে যুক্ত হয়ে ইসলামের খেদমতে অংশগ্রহণ করুন
আপনার প্রশ্নের উত্তর এখানে পাবেন
আমাদের প্ল্যাটফর্মে Zoom/Google Meet এর মাধ্যমে লাইভ ক্লাস হয়। আপনি শিক্ষকের সাথে সরাসরি কথা বলতে ও প্রশ্ন করতে পারবেন।
আমাদের ওয়েব সাইটে প্রথমেই ট্রায়াল ক্লাস এর যেই ফর্ম দেয়া আছে সেইটি পূরণ করে আপনি আমাদের ফ্রি ট্রায়াল ক্লাসে অংশগ্রহণ করতে পারবেন । ফর্মটি পূরণ করে সাবমিট করলে আমাদের ১জন দীনি ভাই আপনার সাথে যোগাযোগ করবে এবং তখন বাকিসব তথ্য দিয়ে আপনাকে ক্লাসে অংশগ্রহণ করতে সাহায্য করবেন । এছাড়াও আপনি সরাসরি আমাদের ওয়েবসাইটে নিচের দিকে ডানকোনাই দেয়া Whatsapp বাটনে ক্লিক করে সরাসরি আমাদের সাথে কথা বলেও আপনার কুরআন শেখার যাত্রা শুরু করতে পারেন
শেখার সুবিধার্থে আমরা আপনাদের জন্য ১টি ফ্রি ট্রায়াল ক্লাস এর ব্যবস্থা রেখেছি যেখানে আপনি এবং আমাদের সম্মানিত উস্তাদ পরিচিত হতে পারবেন এবং আপনার কুরআন শেখার প্রথম যাত্রা শুরু হবে ইনশাল্লাহ । ট্রায়াল ক্লাসে আপনার যদি আমাদের কুরআনের শিক্ষক পছন্দ না হয় তাহলে আপনারা অবশ্যই আমাদের জানাবেন , আমরা ইনশাআল্লাহ তখন আপনার জন্য আরও ভাল শিক্ষক নিযুক্ত করব
আমাদের উদ্দেশ্যই হচ্ছে আপনাদের মত প্রবাসিদের মধ্যে কুরআন এর আলো পৌঁছিয়ে দেয়া ,কিন্তু এর জন্য আমাদের কিছু খরচ আছে যেইগুলো আমাদের নিজেদের পক্ষে বহন করা সম্ভব নই । আমাদের শিক্ষকদের হাদিয়া দিতে হই, যেহেতু অনলাইন ক্লাস তাই যেকোনো ধরনের technical সমস্যার জন্য technical expert রয়েছে , আপনাদের সার্বক্ষণিক সহায়তার জন্য রয়েছে আরও কিছু টিম মেম্বার । তার পরও আমরা যথেষ্ট কম খরচে আপনাদের কুরআন শেখার ব্যবস্থা করে থাকি । আমাদের হাদিয়ার পরিমাণটা নির্ধারিত হয় ক্লাস টাইম এর ওপর ভিত্তি করে ,তাই এই সম্পর্কে বিস্তারিত যানতে আমাদের whatsapp এ মেসেজ দিন
আপনার ট্রায়াল ক্লাস সম্পন্ন হলে আমরা আপনার সাথে পুনরাই যোগাযোগ করব ইনশাল্লাহ এবং তারপর আপনি কতসময় ধরে ক্লাস নিতে চান ,সপ্তাহে কইদিন ক্লাস নিতে চান এবং কি শিখতে চান এইগুলো জানার পর আমরা আপনাকে আমাদের হাদিয়া কত দিতে হবে এই সম্পর্কে অবহিত করব । তারপর আল্লাহর ইচ্ছাই সব ঠিক থাকলে আপনি আপনার কুরআন শেখার যাত্রা শুরু করবেন ইনশাল্লাহ
আলহামদুলিল্লাহ আপনি আমাদের ব্যাংক অ্যাকাউন্টে অথবা বিকাশ /নগদ এর মাধ্যমেও পেমেন্ট করতে পারবেন
আপনার যেকোনো প্রশ্ন বা সহায়তার জন্য আমরা সবসময় প্রস্তুত
৪ ইব্রাহিম স্ট্রিট মিদানুল গাইশ এল-আব্বাসিয়া, এল-ওয়াইলি, কায়রো, মিশর
২৪/৭ সহায়তা সেবা
Daarul Quran
৪ ইব্রাহিম স্ট্রিট মিদানুল গাইশ এল-আব্বাসিয়া, এল-ওয়াইলি, কায়রো, মিশর